সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ

টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ

টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আশেকপুরে বিক্ষোভ মিছিল ও মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসুচি পালন করছে টাঙ্গাইল জেলা বিএনপির নেতাকর্মীরা।

আজ সোমবার সকাল থেকে জেলা বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট আহমেদ আযম খান ও সাধারণ সম্পাদক শামসুল আলম তোফার নেতৃত্বে ১৮ দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে টাঙ্গাইল শহরবাইপাসের আশেকপুরে মহাসড়ক অবরোধ করে। মহাসড়কের খন্ড খন্ড মিছিল শেষে মাঝ সড়কেই বসে পড়ে নেতাকর্মীরা। এতে করে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৭২ ঘন্টা অবরোধের তৃতীয় দিন সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকার সাথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এছাড়া জামায়াত-শিবিরের ডাকা হরতালের ছোয়া লাগেনি টাঙ্গাইলে। জেলা শহরে সকল প্রকার দোকান পাট ব্যববসা প্রতিষ্ঠান ও অফিস আদালত খোলা রয়েছে। সিএনজি, অটো রিক্সা ও ট্যাম্পু চলাচল স্বাভাবিক রয়েছে। যে কোন নাশকতা ঠেকাতে শহরের বিভিন্ন পয়েন্টে ও মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সর্বশেষ খবর