রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি কুলসুম

মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি কুলসুম

স্বাধীনতার ৪২ বছরেও মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাননি উম্মে কুলসুম (৬৭)। কেউ কোনোদিন তার খোঁজ নেননি। এখন পর্যন্ত বিয়ে না করায় বৃদ্ধ বয়সে থাকেন অন্যের বাড়িতে আশ্রিতা হয়ে। অথচ মৃত্যুঝুঁকি নিয়ে দেশ স্বাধীন করার জন্য মুক্তিযোদ্ধাদের মধ্যে অস্ত্র পেঁৗছাতেন তিনি। আর এই স্বাধীন দেশেই তার অন্ন-বস্ত্রের নিশ্চয়তা নেই! স্বাধীনতার ৪২ বছরেও মুক্তিযোদ্ধার তালিকায় ওঠেনি কুলসুমের নাম! পঞ্চগড়ের বোদা থানার মৃত সিরাজুল ইসলামের মেয়ে উম্মে কুলসুম দিনাজপুরে চারুবাবুর মোড় এলাকায় তার চাচার বাড়িতেই থাকতেন। আলাপকালে তিনি জানান, হাজী মোহাম্মদ দানেশের (তেভাগ আন্দোলনের নেতা) অনুপ্রেরণাই তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন।

তিনি আরও জানান, যুদ্ধ শেষে তাকে ভারত থেকে একটি সনদপত্র দেওয়া হয়েছিল। কিন্তু ৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সেই সনদটি পুড়িয়ে ফেলেন তিনি।

দিনাজপুর মহিলা পরিষদ তাকে একবার মুক্তিযোদ্ধা হিসেবে সংবর্ধনা দিয়েছিল। 'মুক্তিযুদ্ধে বৃহত্তর দিনাজপুর' বইয়েও কুলসুমের অবদানের কথা তুলে ধরা হয়েছে ২০০৪ সালে।

 

 

সর্বশেষ খবর