রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

তিন জেলায় চার খুন

রাজবাড়ী সদর ও নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে নিখোঁজের পর স্কুলছাত্রের মাটি চাপা দেওয়া ও যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া চুয়াডাঙ্গার দামুড়হুদা ও রূপগঞ্জে পারিবারিক কলহের জেরে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন। প্রতিনিধিদের খবর-

রাজবাড়ী : নিখোঁজের নয় দিন পর সদর উপজেলার বাজিতপুর গ্রামের একটি গম ক্ষেত থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় গতকাল দুপুরে স্কুলছাত্র রবিউলের (১১) লাশ উদ্ধার করেছে পুলিশ। সে একই এলাকার কাশেম শেখের ছেলে। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নারায়ণগঞ্জ : সদর উপজেলার ফতুল্লার বাংলাবাজার এলাকার ব্যবসায়ী আবদুল জলিলের (৩০) হাত বাঁধা লাশ গতকাল সকালে শহরের শীতলক্ষ্যা এলাকার একটি খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য ১০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ। চুয়াডাঙ্গা : জমি নিয়ে বিরোধের জেরে গতকাল সকালে দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের আবুল কাসেমের সঙ্গে তার ভাই রহমত উল্লার সংঘর্ষ বাধে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে কাশেম, তার ছেলে আইনাল হক ও ফরজ আলী গুরুতর আহত হন। তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কাশেমকে (৫০) মৃত ঘোষণা করেন। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নাগেরবাগে মায়ের সঙ্গে অসদাচরণের প্রতিবাদ করায় ছোট ভাই মফিজের ছুরিকাঘাতে খুন হন রাসেল (২৪)। তারা একই এলাকার চান মিয়ার ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

সর্বশেষ খবর