সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

৪২ বছর পর বীরাঙ্গনা খেতাব

স্বাধীনতার দীর্ঘ ৪২ বছর পর লক্ষ্মী রানী পেল বীরাঙ্গনার খেতাব। ৮০ বছর বয়সী লক্ষ্মী রানীকে রবিবার পিরোজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনার মাধ্যমে বীরাঙ্গনার খেতাব দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কর্মকর্তা, সরকারি কর্মকর্তাসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় প্রশাসনের পক্ষ থেকে লক্ষ্মী রানীকে নগদ ৯ হাজার টাকা ও তিন বান্ডিল ঢেউটিন দেওয়া হয়। এ উপলক্ষে অনুষ্ঠানে বক্তব্য দেন পিরোজপুরের জেলা প্রশাসক একেএম শামিমুল হক সিদ্দিকী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক সেন্টুসহ আরও অনেকে। উল্লেখ্য, লক্ষ্মী রানী জেলার নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠি গ্রামের লালু মণ্ডলের স্ত্রী।

সর্বশেষ খবর