সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

নীলফামারীতে সংঘর্ষে নিহত চার আওয়ামী লীগ কর্মীর দাফন

নীলফামারীর রামগঞ্জে সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলার ঘটনায় ১৮ দলীয় জোটের সাথে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে নিহত চারজনের জানাজা সম্পন্ন হয়েছে। গতকাল রাত সাড়ে ৮টায় চৌরঙ্গী মোড়ের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাযায় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, স্বাধীনতা চিকিৎসা পরিষদের জেলা সভাপতি ডা. মমতাজুল ইসলাম মিন্টু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনসহ দলীয় নেতা-কর্মী ও নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে নিহতদের সম্মানে মরদেহের ওপর জাতীয় পতাকা ও পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং জানাজা শেষে নিহতদের নিজ নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শনিবার সন্ধ্যার আগে নীলফামারীর রামগঞ্জ বাজারে জামায়াত-শিবিরের সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে শহরে ফেরার পথে ১৮ দলীয় জোটের হামলার শিকার হন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। এ সময় নুরের সহায়তায় পুলিশ ও আওয়ামী লীগ কর্মীরা এগিয়ে এলে জোটের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় সদর উপজেলার টুপামারী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগ কর্মী লেবু মিয়া, ইউনিয়ন যুবলীগ নেতা ফরহাদ হোসেন ও তার ছোট ভাই মুরাদ হোসেন মারা যান। এ সময় পুলিশ, ম্যাজিস্ট্রেটসহ অন্তত অর্ধশতাধিক আহত হন।

সর্বশেষ খবর