সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

এক পলক

যুবক গুলিবিদ্ধ

বগুড়ায় সাবেক আওয়ামী লীগ নেতার ছেলে মিজানুর রহমান রাজুকে (৩৪) শনিবার মধ্যরাতে গুলি করে অজ্ঞাত দুর্বৃত্তরা। তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার জেরে গতকাল একদল যুবক স্থানীয় যুবলীগ নেতা মোস্তাকিমের মুরগির খামারে আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

-নিজস্ব প্রতিবেদক, বগুড়া

 

বিজয় মেলা

মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রীতে ১০ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে তেরশ্রী কলেজ মাঠে মেলার উদ্বোধন করেন ঘিওর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আ. আজিজ মিয়া। ১৯৯৪ সাল থেকে এখানে প্রতিবছর বিজয় দিবস উপলক্ষে মেলা হয়ে আসছে। মেলায় শতাধিক স্টল ছাড়াও বিভিন্ন উপকরণের দোকান বসেছে।

-মানিকগঞ্জ প্রতিনিধি

 

দুই বখাটের দণ্ড

গাজীপুরের কাপাসিয়ায় গতকাল সন্ধ্যায় ইভ টিজিংয়ের ঘটনায় দুইজনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলো- শ্রীপুরের রাজাবাড়ী ইউনিয়নের মিডালু গ্রামের আ. রউফের বখাটে ছেলে মনির হোসেন (২১) ও কাপাসিয়ার পাবুর গ্রামের বখাটে আনিস (২৪)। গতকাল বিকাল ৪টার দিকে পাবুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এক ছাত্রী বাড়িতে ফেরার পথে দুই বখাটে মনির ও আনিস আকনবাড়ি এলাকায় উত্ত্যক্ত করার সময় ছাত্রীর চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। তখন এলাকাবাসী দুই বখাটেকে গণপিটুনি দেয়।

-কাপাসিয়া প্রতিনিধি

 

বোমাসহ আটক

নরসিংদীতে পাঁচটি ককটেল বোমাসহ সাদেক নামে এক ককটেল সরবরাহকারীকে আটক করেছে র্যাব। পৌর শহরের বাশাইল এলাকার শাহজালাল স্টোর নামে একটি দোকানে তল্লাশি চালিয়ে বোমাসহ আটক করা হয় তাকে। বিকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে।

-নরসিংদী প্রতিনিধি

 

ওষুধ ও বিদেশি মুদ্রা জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আড়াই কোটি রুপি ও বিপুল পরিমাণ ওষুধসহ এস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কাস্টমস। গতকাল বিকালে বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। এস্তাফিজুর ওয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওমানের রাজধানী মাস্কাট থেকে চট্টগ্রাম আসেন।

এ ব্যাপারে পাচার আইনে মামলা হবে।

-নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

 

অপহরণকারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা মধ্যনগর গ্রামের স্কুলছাত্রী রাহিমা আক্তার অপহরণ মামলার আসামি মো. বাবুল মিয়াকে গ্রেফতার করে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।গত ২৪ নভেম্বর শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী বাড়ির পাশে হাঁস আনতে গেলে একই গ্রামের নুরু মিয়ার ছেলে মো. বাবুল মিয়া জোরপূর্বক মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়।

-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

 

কারাদণ্ড

বরিশালের গৌরনদীতে এক মাদক বিক্রেতাকে ৬ মাসের এবং মাদক সেবনকারীকে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাকসুদ হাসান পাটোয়ারী গতকাল তাদের এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলো হাফিজুল শরীফ ও জসিম হাওলাদার। -নিজস্ব প্রতিবেদক, বরিশাল

 

বিদেশি মুদ্রা জব্দ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আড়াই কোটি রুপি ও বিপুল পরিমাণ ওষুধসহ এস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কাস্টমস। গতকাল বিকালে বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। এস্তাফিজুর ওয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওমানের রাজধানী মাস্কাট থেকে চট্টগ্রাম আসেন।
এ ব্যাপারে পাচার আইনে মামলা হবে।
-নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা মধ্যনগর গ্রামের স্কুলছাত্রী রাহিমা আক্তার অপহরণ মামলার আসামি মো. বাবুল মিয়াকে গ্রেফতার করে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।গত ২৪ নভেম্বর শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী বাড়ির পাশে হাঁস আনতে গেলে একই গ্রামের নুরু মিয়ার ছেলে মো. বাবুল মিয়া জোরপূর্বক মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়।
-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিক্ষোভ
পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের মুক্তি দাবিতে গতকাল উত্তরখান থানা জাতীয় পার্টি বিক্ষোভ মিছিল করেছে। মিছিলে নেতৃত্ব দেন মুজিবুর রহমান, মাহমুদুল হাসান আলাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-মিজানুর রহমান, কামাল মিয়া, নাজিমুদ্দিন, রফিকুল ইসলাম, বাচ্চু মিয়া, সেলিম, আশরাফ মোল্লা, তোফাজ্জল হোসেন, সাইদুল ইসলাম, রমিজ উদ্দিন, আলমগীর, জুয়েল, লিটন, রাজ্জাক প্রমুখ।

সর্বশেষ খবর