শুক্রবার, ১৮ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

উপজেলা চেয়ারম্যানের অফিসকক্ষ দখল

শপথ গ্রহণের দুই দিনের মধ্যে আখাউড়া উপজেলা চেয়ারম্যানের অফিসকক্ষ দখলে নিয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান। গতকাল সকালে ভাইস চেয়ারম্যান মো. মুরাদ হোসেন ভূইয়া অনুসারীদের নিয়ে উপজেলা পরিষদ ভবনে চেয়ারম্যানের নির্ধারিত অফিসকক্ষে প্রবেশ করে মিলাদ ও দোয়ার আয়োজন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলা ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে বুধবার বিকালে চেয়ারম্যানের অফিসকক্ষের দরজায় ভাইস চেয়ারম্যানের সমর্থকরা তালা ঝুলিয়ে দেন। তবে নবনির্বাচিত চেয়ারম্যানের কাছে আগের চেয়ারম্যান দায়িত্ব হস্তান্তর করার আগে চরদখলের মতো এভাবে অফিস দখল করায় আখাউড়ায় ব্যাপক সমালোচনার ঝড় বইছে। উল্লেখ্য, ২৩ মার্চ আখাউড়ার নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি সমর্থিত ইঞ্জিনিয়ার মো. মুসলিম উদ্দিন চেয়ারম্যান, আওয়ামী লীগ সমর্থিত উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো. মুরাদ হোসেন ভূইয়া ও পিয়ারা বেগম ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ১৫ এপ্রিল চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তারা শপথ গ্রহণ করেন।

মুরাদ হোসেন জানান, অফিস দখলে নেওয়ার কথা সঠিক নয়। মিলাদ পড়ার জন্য ওই রুমটি ব্যবহার করা হয়।

তবে উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান, আওয়ামী লীগ সভাপতি শেখ বোরহান উদ্দিন আহম্মেদ জানান, ভাইস চেয়ারম্যানরা দায়িত্ব বুঝে পাওয়ার আগেই জোরপূর্বক কার্যালয়টি দখল করে নিয়েছেন। এটি অনধিকারচর্চা। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা ভাবছি।এদিকে ইউএনও মো. খুরশীদ শাহরীয়র জানান, অফিস দখলে নেওয়ার কোনো সুযোগ নেই।

 

সর্বশেষ খবর