রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

সিরাজগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

সিরাজগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

সিরাজগঞ্জে বাস ও ট্রাক শ্রমিক ইউনিয়নের ডাকে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। আজ রবিবার ধর্মঘটের প্রথম দিন ভোর থেকেই সিরাজগঞ্জ জেলার সব স্ট্যান্ড থেকে বাস ও ট্রাক চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, বাস ও ট্রাক শ্রমিক ইউনিয়নের ডাকা ধর্মঘট স্বতঃস্ফূর্তভাবে পালিত হচ্ছে। রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নসহ একাধিক শ্রমিক সংগঠন এ ধর্মঘটের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে।

এদিকে, সকাল দশটার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্য্যালয়ে সব পরিবহন শ্রমিক ও মালিক সংগঠন নিয়ে জরুরি সভা আহ্বান করেছে জেলা প্রশাসক।

প্রসঙ্গত, গতকাল শনিবার সকালে সিরাজগঞ্জে বাস ও সিএনজি অটোরিকশা শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। সংঘর্ষ চলাকালে প্রায় পাঁচটি সিএনজি অটোরিকশা ও একটি বাস ভাঙচুর করা হয়। এ ঘটনার জের ধরে ওইদিনই সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও ট্রাক শ্রমিক ইউনিয়নের যৌথ সভা শেষে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়।

সর্বশেষ খবর