রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

গ্রামবাসীর সংঘর্ষ: ১০ জন গুলিবিদ্ধসহ আহত ৩০

গ্রামবাসীর সংঘর্ষ: ১০ জন গুলিবিদ্ধসহ আহত ৩০

শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামে আজ রবিবার দু'দল গ্রামবাসীর সংঘর্ষে ১০ জন গুলিবদ্ধিসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৪ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন পল্টু মোল্যাসহ বেশ কয়েকজন জানান, সামাজিক দলাদলি ও স্থানীয় আধিপত্য নিয়ে তারাউজিয়াল গ্রামের মনজুর মোর্শেদ আজাদ ও আমতৈল গ্রামের রফিকুল ইসলামের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। কিছুদিন আগে আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে উভয় গ্রুপের প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে দু'পক্ষে উত্তেজনা তৈরি হয়। এই অবস্থায় রবিবার আজাদ সমর্থিত মালেক মোল্যার পাট ক্ষেতে রফিকুল ইসলাম সমর্থিত ইউনুচ আলীর লোকজন দখল নিতে গেলে উভয় পক্ষ এ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

তারা জানায়, সংঘর্ষ চলাকালে প্রায় ২ ঘণ্টা ধরে দু'পক্ষের সমর্থকরা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ একে অপরের উপরে হামলা-পাল্টা হামলা চালায়। এ সময় উভয় পক্ষের ১০ জন গুলিবদ্ধিসহ ৩০ জন আহত হয়। আহতদের  মধ্যে পান্নু বিশ্বাস (২৮), সজিব (২০), মিন্টু বিশ্বাস (২৫), মাহাফুজার (৩০), মন্টু মোল্যা (২০), পল্টু (৩৫), আইনুল (৪৫), আলামিন (২০), স্বপন (২২), ইব্রাহীম (২০), আহম্মদ আলী (২৮), মেছের আলী (৩৫), রমেলকে (৩০) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতারুজ্জামান বলেন, 'সংঘর্ষের খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় দুই পক্ষই গুলি বিনিময় করেছে বলে জানা গেছে। পরবর্তি সহিংসতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।'

সর্বশেষ খবর