রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

বগুড়ায় বালু উত্তোলনের সরাঞ্জামাদীসহ আটক ৩

বগুড়ায় বালু উত্তোলনের সরাঞ্জামাদীসহ আটক ৩

বগুড়া সদরের বাঘোপাড়া-মহিষবাথান বেলী ব্রীজের নিচে বালু উত্তোলন কালে বালু উত্তোলনের সরঞ্জামসহ ৩ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারের পর তাদের ভ্রাম্যমান আদালতে প্রেরণ করা হয়।

জানা যায়, বগুড়ার সদর উপজেলার শেকেরকোলা ইউনিয়ানের মহিষবাথান গ্রামের উপর দিয়ে প্রবাহিত করতোয়া নদী থেকে অবৈধ ভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলনের ফলে এলাকার আশপাশের বেশকিছু আবাদি জমি, গ্রামে প্রবেশ করার এক মাত্র বেলীব্রীজ দেবে ভেংগে হুমকির মুখে পড়েছে। সরকারী ভাবে ভূগর্ভস্থ থেকে বালু উত্তোলনের কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্বেও অত্র এলাকার ভুমি দস্যুরা তাদের দলবল মিলে অবৈধ ভাবে, অবাধে বালু উত্তোলন করছে।

এব্যাপারে এলাকাবাসি বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহিমের কাছে অভিযোগ দিলে আজ দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে বালু ব্যাবসায়ী আব্দুর রহমান, রবিউল ইসলাম ও খালেক নামের তিন জনকে আটক করে। উদ্ধার করা হয় বালু উত্তোলন মেশিন, একটি বালুবাহী ট্রাক ও একটি মোটর সাইকেল। পরে তাদের ভ্রাম্যমান আদালতে প্রেরণ করা হয়।
 

সর্বশেষ খবর