রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

সখীপুরে ভ্রাম্যমান আদালতের জরিমানা

সখীপুরে ভ্রাম্যমান আদালতের জরিমানা

সখীপুরে অভিযান চালিয়ে ফল পাঁকানোর জন্য ব্যবহৃত ক্ষতিকর মেডিসিনসহ ১৫ টি স্প্রে মেশিন পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত।

এ সময় চারটি দোকানে অভিযান চালিয়ে ৯০ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়।

আজ দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, সখীপুর হাসপাতাল গেটের মনি মেডিকল হলকে ৩০ হাজার, মলি ফার্মেসিকে ২০ হাজার ও সাজ্জাত হোটেল এ্যান্ড রষ্টেুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া উপজেলার কুতুবপুরে বৃহৎ কলার বাজারে একটি কীটনাশকের দোকানে অভিযান চালিয়ে ফল পাঁকানোর মেডিসিন, ১৫ টি স্প্রে মেশিনসহ আবদুল বারেক মিয়াকে আটক করে ভ্রাম্যমান আদালত। পরে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করে মেডিসিন ও স্প্রে মেশিনগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান, উপ-সচিব (সংযুক্ত) সৈয়দ আহমেদ ছাফা, সহকারি পরিচালক মাসুম আরেফীন ও সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবু নাসের বেগ প্রমুখ।

সর্বশেষ খবর