রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

কক্সবাজারে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ আটক ৩

কক্সবাজারে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ আটক ৩

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সাড়ে ৪ হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এসময় একটি ট্রাক ও একটি নোয়া গাড়ি জব্দ করা হয়েছে।

আজ রবিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার নলবিলা বিট কাম ফরেস্ট চেক স্টেশনের কাছে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং এলাকার মো. আলী আকবরের ছেলে মো. জাহিদ আলম (২৩), কক্সবাজার পৌরসভার কলাতলী এলাকার মো. ফজলুল হকের ছেলে মো. মোস্তাক আহমদ (৩২) ও ঘোনারপাড়ার মোহাম্মদ সেলিমের ছেলে মোহাম্মদ সোহেল।

কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামান জানান, কক্সবাজার শহর থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেওয়া বরফ বোঝাই ট্রাকে করে ইয়াবাগুলো পাচার হচ্ছিল। গোপন সংবাদ পেয়ে মহাসড়কে ট্রাকটি আটকে দিয়ে চালকের সিটের ওপরে ও নিচে তল্লাশি করে বিশেষ কৌশলে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। ইয়াবা বহনকারী ট্রাকের পেছনে ছিল নোয়া গাড়িটি।
সেখানে অবস্থান করছিল ইয়াবা পাচারকারী মোস্তাক আহমদ। এ সময় তিনজনকে আটক করা হয় এবং বরফ বোঝাই ট্রাক (নং নারায়ণগঞ্জ-ট-১১-০০৭৮) ও নোয়া মাইক্রোবাস (নং চট্টমেট্টো-চ-১১-২০১২) জব্দ করা হয়।

এ ব্যাপারে চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলামী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে বলে জানান তিনি।

সর্বশেষ খবর