রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

সাতক্ষীরায় আওয়ামী লীগের দু\\\'গ্রুপের সংঘর্ষে নিহত ১

সাতক্ষীরায় আওয়ামী লীগের দু\\\'গ্রুপের সংঘর্ষে নিহত ১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আশরাফ হোসেন মোল্যা নামে এক কর্মী নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের কমপক্ষে ১০ জন।

আজ বিকেল ৫টার দিকে উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুরে এ ঘটনা ঘটে। সন্ধ্যার পরও থেমে থেমে সংঘর্ষ চলছিল।

নিহত আশরাফ হোসেন খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামের আমিন সরদারের ছেলে ও বর্তমান চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিমের সমর্থক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, খাজরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শাহ নেওয়াজ ডালিম ও সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুসের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বেশ কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে রোববার বিকেলে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে।

এ সময় কমপক্ষে ২৫টি হাতবোমা বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পাল্টা-পাল্টি হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়। গুরুতর আহত আশরাফকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর