বৃহস্পতিবার, ১৯ জুন, ২০১৪ ০০:০০ টা

অজ্ঞাত আসামির নামে হয়রানির অভিযোগ

মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার পুলিশ অজ্ঞাতনামা আসামির মামলা নিয়ে বিএনপি নেতাদের বাড়ি বাড়ি তল্লাশী, আটক ও হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, ডাসার থানা পুলিশের নির্যাতনে শাহিন মোল্লা নামে এক যুবকের মৃতুর অভিযোগে নির্যাতনকারী পুলিশ কর্মকর্তার শাস্তি দাবিতে সোমবার সন্ধ্যায় থানা ঘেরাও করেন এলাকাবাসী। এই ঘটনায় পুলিশের কাজে বাধা ও থানায় হামলার অভিযোগে পরদিন পুলিশ অজ্ঞাতনামা ৫৫০ জনের বিরুদ্ধে মামলা করে। অজ্ঞাতনামা আসামি পুঁজি করে পুলিশ ওইদিন রাতেই ডাসার, নবগ্রাম ও কাজীবাকাই ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিএনপির নেতা-কর্মীর বাড়ি তল্লাশি চালিয়েছে। আটক করা হয়েছে ডাসার থানার পশ্চিম খান্দুলি গ্রামের বিএনপি নেতা শহিদ তালুকদার ও দক্ষিণ ভাউতলী গ্রামের আবদুল কাদের সরদারকে। এছাড়া কাজীবাকাই ইউনিয়নের শ্রমিকদল নেতা তাইজুল বেপারীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীর বাড়ি অভিযান চালানো হয়েছে। ডাসার থানার ওসি জানান, ওই মামলায় এ পর্যন্ত চারজনকে আটক হয়েছে। কাউকে বিনা কারণে হয়রানির অভিযোগ সঠিক নয়।

সর্বশেষ খবর