বৃহস্পতিবার, ১৯ জুন, ২০১৪ ০০:০০ টা

বরগুনায় গাছে গাছে বিদ্যুৎ

বরগুনায় গাছে গাছে বিদ্যুৎ

অনেক চাওয়ার পরে পাওয়া বিদ্যুৎ সংযোগ এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বরগুনা শহরের উপকণ্ঠ ২ নম্বর গৌরিচন্না ইউনিয়নের চরধূপুতী ও ভূতমারা এলাকার হাজারো মানুষের। রাস্তার দুই পাশে থাকা মেহগনি, রেন্টি, চাম্বল ও তালগাছকে ব্যবহার করা হয়েছে বিদ্যুতের খুঁটি হিসেবে। এর থেকে বিভিন্ন সময় ঘটছে দুর্ঘটনা। চর ধূপুতির গ্রামে ২০০৬ সালে ২ কিলোমিটারের মধ্যে প্রায় ১০০ পরিবারকে বিদ্যুতের আওতায় নিয়ে আসা হয়। কিন্তু এই বিদ্যুৎ সংযোগ দেওয়ার ক্ষেত্রে অব্যবহৃত পুরনো বৈদ্যুতিক তার ছাড়া অন্যকোনো সরঞ্জাম ব্যবহার করা হয়নি। রাস্তার পাশে গাছের সঙ্গে বৈদ্যুতিক তার জড়ানো থাকায় ২৪ ঘণ্টাই গাছগুলো বিদ্যুতায়িত হয়ে থাকে। আর এই গাছ স্পর্শ করলেই ঘটছে দুর্ঘটনা। এছাড়াও বিভিন্ন সময় গাছের ডাল ভেঙে বা একটু ঝড়ে তার ছিঁড়েও দুর্ঘটনা ঘটছে। বরগুনা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের উপসহকারী প্রকৌশলী বিশ্বজিৎ দাস আকাশ জানান, এলাকার বিদ্যুতের সার্বিক উন্নয়ন সম্পন্ন হবে। তবে কিছুটা সময় লাগবে বলে তিনি উল্লেখ করেন।

 

 

সর্বশেষ খবর