বৃহস্পতিবার, ১৯ জুন, ২০১৪ ০০:০০ টা
ফরমালিনবিরোধী অভিযান

এক দোকানে অভিযান বাকিদের পলায়ন

বেঁধে দেওয়া সময়ের পর ফরমালিনবিরোধী অভিযানে নেমেছে সিলেট সিটি করপোরেশন। বুধবার বিকালে নগরীর রিকাবীবাজারে ফলের দোকানে অভিযান শুরু হয়। সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে এক দোকানে অভিযান চালানোর পরই বাকি ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে পালিয়ে যান। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিমের নেতৃত্বে অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব । সিটি মেয়র বলেন, ফরমালিনবিরোধী অভিযান থেকে কোনো অসাধু ব্যবসায়ী রেহাই পাবে না। অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, শাহজাদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ মণ আম জব্দ করে ধ্বংস করা হয়েছে। অভিযানের সংবাদ ছড়িয়ে পড়লে বাজারের প্রায় অর্ধশতাধিক ফল ব্যবসায়ী দোকান বন্ধ করে লাপাত্তা হয়ে যায়। টাঙ্গাইল প্রতিনিধি জানান, উত্তরবঙ্গ থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকাগামী বিপুল পরিমাণ ফরমালিনযুক্ত আম আটক করে তা ধ্বংস করা হয়েছে। আম বহন করার দায়ে ট্রাকের চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বঙ্গবন্ধু সেতু সড়কের রাবনা বাইপাস এলাকায় চেক পোস্ট বসানো হয়েছে।

সর্বশেষ খবর