বৃহস্পতিবার, ১৯ জুন, ২০১৪ ০০:০০ টা

যুবলীগ কার্যালয়ে আগুন, আওয়ামী লীগ অফিসে তালা

ঝিনাইদহে কমিটি নিয়ে দ্বন্দ্ব

ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে সংগঠনের একদল কর্মী গতকাল সন্ধ্যায় যুবলীগ কার্যালয়ে আগুন দিয়েছে। পরে তারা জেলা আওয়ামী লীগের অফিসে তালা ঝুলিয়ে দেয়। এ সময় শহরে একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। জানা গেছে, জেলা আওয়ামী লীগ যুবলীগের নতুন আহ্বায়ক কমিটি গঠন করায় জেলা যুবলীগের বর্তমান সভাপতি নাসের আলম সিদ্দিকী উজ্জ্বল ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের নেতৃত্বে তাদের সমর্থকরা ভাঙচুর ও পেট্রল ঢেলে কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। পরে বিক্ষুব্ধ যুবলীগ কর্মীরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। ঝিনাইদহ সদর থানার ওসি শাহাবুদ্দিন আজাদ জানান, যুবলীগের নতুন কমিটি গঠন করাকে কেন্দ্র করে শহরে উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে জেলা যুবলীগের সভাপতি নাসের আলম সিদ্দিকী উজ্জ্বল ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম অভিযোগ করেন, যারা নৌকার ভোট না করে বিরোধিতা করেছে তাদের নেতৃত্বে গোপনে যুবলীগের জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পরীক্ষিত নেতা-কর্মীদের বাদ দিয়ে একটি মহল ষড়যন্ত্র করে আশফাক মাহমুদ জনকে আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজিজুর রহমানের ছেলে রাশিদুর ওরফে রাসেল, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই এমপির ভাইপো হাফিজুর রহমান হাফিজ ও রাজু আহমেদকে যুগ্ম আহ্বায়ক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। তাদের দাবি বর্তমান কমিটির মেয়াদ দুই বছর রয়েছে। তাই তারা এই নতুন কমিটিকে প্রত্যাখ্যান করেছে। এ ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আওয়ামী লীগ অফিসে তালা ঝুলানো বিষয়টি অস্বীকার করে বলেন, আমি আওয়ামী লীগ অফিসে বসে আছি। এখানে কেউ তালা ঝুলায়নি।
 

সর্বশেষ খবর