বৃহস্পতিবার, ১৯ জুন, ২০১৪ ০০:০০ টা

বনদস্যুদের হাতে আটক ১শ\\\'৫টি জেলে নৌকা উদ্ধার

বনদস্যুদের হাতে আটক ১শ\\\'৫টি জেলে নৌকা উদ্ধার

মংলা কোষ্টগার্ড আজ সকাল থেকে পশ্চিম সুন্দরবনের ৪টি এলাকায় অভিযান চালিয়ে চাঁদার দাবিতে সুন্দরবনে বনদস্যুদের হাতে আটক ১শ'৫টি জেলে নৌকা উদ্ধার করেছে।

মংলা কোষ্টগার্ডের পেটি অফিসার মনসুর আহম্মেদ জানান, বনদস্যু আলীম বাহিনীর সদস্যরা জেলেদের কাছ থেকে  চাঁদা আদায় করতে বিভিন্ন সময় পশ্চিম সুন্দরবনের কৈখালী, দোবাকি, কচুখালি ও কালিনদি এলাকা থেকে ১শ'৫টি মাছ ধরা নৌকা সুন্দরবনের গহীন অরণ্যে আটকে রেখেছে এমন নিশ্চিত খবরের ভিত্তিতে মংলা কোষ্টগার্ড আজ সকাল থেকে অভিযানে নামে। উদ্দার করা হয় জেলেদের কাছ থেকে চাঁদার দাবীতে আটকে রাখা ১শ'৫টি নৌকা।

অভিযান কালে বনদস্যুরা কোষ্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সুন্দরবনের গহীন অরণ্যে পালিয়ে যায়। উদ্ধার করা নৌকা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে জেলেদের ফিরিয়ে দেয়ার কাজ চলছে।     
 

সর্বশেষ খবর