বৃহস্পতিবার, ১৯ জুন, ২০১৪ ০০:০০ টা

বগুড়ায় হত্যা মামলার আসামি\\\'র পালায়ন, ২ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় হত্যা মামলার আসামি\\\'র পালায়ন, ২ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় হত্যা মামলায় সন্দেহ ভাজন আটককৃত আসামী পালিয়ে যাওয়ার ঘটনায় ২ পুলিশ সদস্যকে সদর থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

আজ বগুড়া শহরের নাটাইপাড়ার ওষুধ কোম্পানীর প্রতিনিধি সাজ্জাদ হোসেন হত্যা মামলায় আসামীদের গ্রেফতার করতে গেলে আটকৃত আসামী পালিয়ে যাওয়ার ঘটনায় এক এসআই ও এক কন্সটেবলকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

জানা যায়, বুধবার মধ্যরাতে সাজ্জাদ হত্যা মামলার সন্দেহভাজন আসামি তপন ও মুক্তারকে আটক করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই কালা চাঁদ ঘোষ। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপর আসামীদের অবস্থান সম্পর্কে পুলিশকে তথ্য দেয়। পরে সদর থানার এসআই জুলহাসসহ অতিরিক্ত ফোর্স নিয়ে শিবগঞ্জ থানার মোকামতলায় যায়। সেখানে অন্যান্য আসামী গ্রেফতারের অভিযান চলাকালে আটককৃত মুক্তার পালিয়ে যায়।

এঘটনায় বগুড়ার পুলিশ সুপার এসআই জুলহাজ ও সদর থানার কনস্টেবল আব্দুল করিমকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্তির আদেশ দেন।

বগুড়ার সহকারি পুলিশ সুপার গাজীউর রহমান জানান, প্রত্যাহার করার কথা শুনেছি। তবে এ বিষয়ে লিখিত অফিসিয়াল কাগজ পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ১৫ জুন রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন ওষুধ কোম্পানীর প্রতিনিধি সাজ্জাদ হোসেন।
 

সর্বশেষ খবর