বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০১৪ ০০:০০ টা

৭ হাজার শ্রমিক পরিবারের মানবেতর জীবন

৭ হাজার শ্রমিক পরিবারের মানবেতর জীবন

মালিক পক্ষের দ্বন্দ্বের কারণে কয়েক কোটি টাকা দেনা ও লোকসান দেখিয়ে বন্ধ হওয়া নোয়াখালীর ডেলটা জুট মিলের ৭ হাজার শ্রমিক-কর্মচারী পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মালিকদের একপক্ষ অপর পক্ষকে বঞ্চিত করা, ব্যাংক ঋণ পরিশোধ না করা, পৌর কর, গ্যাস বিল, ক্রয়কৃত পাটের দেনা, খুচরা যন্ত্রাংশসহ বিভিন্ন খাতে কোটি কোটি টাকা দেনা দেখিয়ে এক পক্ষের স্বার্থ হাসিলের কারণে ডেলটা জুট মিল বন্ধ হয়ে গেছে। ডেলটা জুট মিলস লিমিটেডের মোহাম্মদ আবু জাহিদ বিল্লালসহ কয়েকজন মালিক জানান, ১৯৬৩ সালে ৬০ একর জমিতে জুট মিলটি গড়ে ওঠে। মিলটি ছিল লাভজনক। প্রায় ৭ হাজার শ্রমিক-কর্মচারী মিলে কর্মরত ছিলেন। মিলটি স্বাধীনতা-উত্তর জাতীয়করণ করা হয়। পরবর্তীতে সরকারের কাছ থেকে নামমাত্র মূল্যে পুরো শেয়ার বিক্রি করে দেওয়া হয়। এরপর থেকে মিলের সিংহভাগ মালিক হাজী আবদুর রব অপর মালিকদের এড়িয়ে চলতে শুরু করেন। এক পর্যায়ে সোনালী ব্যাংকের প্রধান শাখা থেকে ৬০ কোটি টাকা ঋণ, পৌর করসহ বিভিন্ন খাতে দেনা ও লোকসান দেখিয়ে চলতি বছরের জুনে মিলের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এতে প্রায় ৭ হাজার শ্রমিক-কর্মচারী বেকার হয়ে পড়েন। মিলের ডেপুটি জেনারেল ম্যানেজার আকবর হোসেন মিল বন্ধ থাকার বিষয়টি স্বীকার করে বলেন, মালিকদের অভ্যন্তরীণ ব্যাপার আমাদের জানার কথা নয়।

 

 

সর্বশেষ খবর