বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০১৪ ০০:০০ টা

সংখ্যালঘু পরিবারকে জিম্মি করে চাঁদা আদায়

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাঘারা গ্রামে একটি সংখ্যালঘু পরিবারকে জিম্মি করে প্রতি মাসে সন্ত্রাসীরা চাঁদা আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। চাঁদা না দিলে পরিবারের সদস্যদের পুড়িয়ে মারার হুমকি দিচ্ছে। থানায় মামলা করতেও ভয় পাচ্ছে পরিবারটি। এ অবস্থায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। জানা যায়, ঘাটাইল উপজেলার লক্ষিন্দর গ্রামের হান্নান ও মুসলিম উদ্দিনের নেতৃত্বে একটি বাহিনী দীর্ঘদিন ধরে লক্ষিন্দর ও বাঘারা গ্রামের সংখ্যালঘু পরিবারকে জিম্মি করে চাঁদাবাজি করে আসছে। এই বাহিনীর অত্যাচারে অতিষ্ট বাঘারা গ্রামের সংখ্যালঘু বৈষ্ণনব বিধুরাম গোসাইর পরিবার। গত ৯ আগস্ট রাতে ১০/১২টি মোটরসাইকেলে সন্ত্রাসীরা গোসাইর বাড়ি গিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা না পেয়ে তার ছেলে সুজনকে ধরে নিয়ে যায়। সুজনকে আটকে রেখে মারপিট করে চাঁদার টাকার জন্য। পর দিন গোসাই ১০ হাজার টাকা দিয়ে ছেলেকে ছাড়িয়ে আনেন। এ সময় সন্ত্রাসীরা তাকে জানিয়ে দেয় প্রতিমাসে ১০ হাজার টাকা চাঁদা দিতে হবে। কোনো হেরফের হলে কিংবা পুলিশ, মেম্বার, চেয়ারম্যানদের কাছে বিচার চাইলে তোদের পুড়িয়ে মারা হবে। হান্নান আমাকে তুলে নিয়ে মারধর করেছে, চাঁদা আদায় করেছে। বাড়িতে ইট-বালি এনেছি অথচ তাকে আরও টাকা না দিলে ঘর তুলতে পারছি না। সন্ত্রাসীদের হাতে কয়েকটি গ্রামের মানুষ জিম্মি হয়ে পড়েছে। কেউ প্রতিবাদ করতে পারছে না।'

সর্বশেষ খবর