বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০১৪ ০০:০০ টা

মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা

বিভিন্ন স্থানে আরও চার খুন

টাঙ্গাইলে অপহরণের পর মুক্তিপণের টাকা না পেয়ে পাঁচ বছরের শিশুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। কুমিল্লায় মাকে গলা কেটে খুনের অভিযোগ উঠেছে বুদ্ধি প্রতিবন্ধী ছেলের বিরুদ্ধে। এছাড়া জয়পুরহাট, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীতে তিনজন খুন হয়েছেন।

টাঙ্গাইল : ভূঞাপুর পৌর এলাকায় জনি (৫) নামে এক শিশুকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। পাঁচ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে তাকে হত্যা করা হয় বলে দাবি স্বজনদের। জনি ভূঞাপুর পৌর এলাকার পূর্ব ভূঞাপুরের সাবেক সেনা সদস্য হারুন অর রশিদের ছেলে। গতকাল হারুনের বাসার ভারাটিয়ার টয়লেটের সেপটিক ট্যাঙ্ক থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ভূঞাপুর থানার ওসি জানান, গত সোমবার নিখোঁজ হয় জনি। পরে মোবাইলে ছেলেকে জীবিত পেতে পাঁচ লাখ টাকা দাবি করে দুর্বৃত্তরা। কুমিল্লা : চৌদ্দগ্রাম উপজেলার কোমারডোগা গ্রামে মাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে মানসিক প্রতিবন্ধী ছেলের বিরুদ্ধে। গতকাল তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মক্রবের নেছা কোমারডোগা গ্রামের জন্তুর আলীর স্ত্রী। অভিযুক্ত জাফরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। জয়পুরহাট : সদর উপজেলার বম্বু ইউনিয়নের হানাইল গ্রামের দিনমজুর আবদুল ওয়াহাব দুর্বৃত্তদের ছুড়িকাঘাতে খুন হয়েছেন। বাড়ির পাশে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় গতকাল এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া : আশুগঞ্জ উপজেলার তারুয়া গ্রামের আফজাল পাড়ার একটি পুকুর থেকে গতকাল অজ্ঞাত পরিচয় এক যুবকের হাত-পা বাধা ও গলায় গামছা পেঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে ছিল প্যান্ট ও শার্ট। ফেনী : ফেনী রেল স্টেশনের পাশের ডোবা থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা গতকাল লাশটি ভাসতে দেখে থানায় খবর দেন।

সর্বশেষ খবর