বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০১৪ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক দমকল কর্মীসহ নিহত ৫

বাগেরহাটে ট্রাক চাপায় দমকল বাহিনীর কর্মীসহ দুজন নিহত হয়েছেন। বগুড়ার বাস চাপায় প্রাণ হারিয়েছেন এক সাংবাদিক। হবিগঞ্জ ও নড়াইলে সড়ক মারা গেছেন দুইজন। দিনাজপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কায় আহত হয়েছেন ২৫ যাত্রী।

বাগেরহাট : মোরেলগঞ্জ-শরণখোলা সড়কের চেয়ারম্যান বাজার এলাকায় গতকাল পণ্যবাহী ট্রাকের নিচে চাপা পড়ে দমকল বাহিনীর এক কর্মীসহ দুজন নিহত হয়েছেন। নিহত দমকল কর্মী শওকত আলী খুলনার রূপসা উপজেলার মহিষাগুনি গ্রামের জমাদ্দার ওসমান আলীর ছেলে। তিনি শরণখোলা ফায়ার স্টেশনে হাবিলদার পদে কর্মরত ছিলেন। অপরজনের নাম দেলোয়ার। তার বাড়ি শরণখোলা উপজেলার খাদা গ্রামে। বগুড়া : শেরপুরের ঘোগা সেতু সংলগ্ন এলাকায় গতকাল বাসের চাপায় সাংবাদিক আরোহী আবু বক্কর সিদ্দিক নিহত হয়েছেন। আবু বক্কর দৈনিক ইত্তেফাকের পাবনার ফরিদপুর উপজেলা প্রতিনিধি। এ দুঘটনায় আহত হয়েছেন আরও চার সাংবাদিক। তারা হলেন উজ্জ্বল কুমার, অলক আর্চাজ্য, জুয়েল রানা ও রুমি খন্দকার। তাদের বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হবিগঞ্জ : বাহুবল উপজেলার চলিতাতলায় গতকাল পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী মমিন মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মমিন বাহুবল উপজেলার ফয়জাবাদ গ্রামের ফজর আলীর ছেলে। এদিকে, মাধবপুর উপজেলা সদরের সৈয়দ সঈদ উদ্দিন কলেজের কাছে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৫ জন আহত হয়েছেন। তাদের মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নড়াইল : লোহাগড়া উপজেলার মাইগ্রাম-মাটিয়াডাঙ্গা গ্রামে গতকাল মোটরসাইকেলের ধাক্কায় জালাল শিকদার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মঙ্গলপুর গ্রামের ঝিলু শিকদারের ছেলে। দিনাজপুর : কাহারোল উপজেলার ১৬ মাইল পীরের মাজার এলাকায় গতকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ২৫ যাত্রী আহত হয়েছেন। বাসের হেলপারকে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে।

 

 

সর্বশেষ খবর