বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০১৪ ০০:০০ টা

বেতের আঘাতে ১৯ ছাত্রী হাসপাতালে

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ৩২ ছাত্রীকে বেধড়ক পিটিয়েছেন প্রধান শিক্ষক। তাদের মধ্যে ১৯ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার বহরপুর ইউনিয়নের ২৪ নম্বর নতুন চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনার পর বিক্ষুব্ধ অভিভাবকরা প্রধান শিক্ষককে দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। বিকালে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সালাম জানান, ১৯ ছাত্রীর মধ্যে পাঁচজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যরা চিকিৎসাধীন। তাদের সবার শরীরে বেতের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক জানান, প্রাথমিক শিক্ষার নীতিমালায় কোনো ছাত্রছাত্রীকে মারধর করার বিধান নেই। পড়াশোনায় অমনোযোগী হলে শিক্ষার্থীদের বুঝিয়ে মনোযোগ ফেরানোর নির্দেশ রয়েছে।
 

সর্বশেষ খবর