শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০১৪ ০০:০০ টা

হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, শতাধিক আহত

রাঙামাটিতে পাহাড়ি বাঙালি সংঘাত

হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, শতাধিক আহত

স্থানীয় একটি পত্রিকা অফিসে হামলা ও ভারপ্রাপ্ত সম্পাদককে মারধরের ঘটনার জেরে হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে গতকাল দুই পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। সকাল ১০টা থেকে চলা তিন ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে ৩০ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন শতাধিক। তাদের মধ্যে পুলিশের এএসপি, ওসিসহ চার কর্মকর্তা ও দুই কনস্টেবলও রয়েছেন। গুরুতর আহত ছয়জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বাকিদের ভর্তি করা হয়েছে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে। এ ছাড়া সহকারী পুলিশ সুপার (এএসপি) মোজাম্মেল হক, সদর থানার ওসি (তদন্ত) দেওয়ান নুরুল ইসলাম, এসআই কুসুম দাশসহ ১০ জনকে একই হাসপাতালে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রকাশিত সংবাদের জেরে বুধবার রাত ১১টার দিকে শায়েস্তানগরের কিছু দুর্বৃত্ত স্থানীয় দৈনিক লোকালয়ের বার্তা অফিসে হামলা চালায়। পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এমদাদুল হক সোহেলকে কুপিয়ে মারাত্মক জখম করে। দুটি কম্পিউটার, আসবাবপত্র ও একটি প্রাইভেট কার ভাঙচুর করে। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় সম্পাদককে সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার জেরে গতকাল সকাল ১০টার দিকে সাংবাদিক সোহেলের পক্ষে শহরতলির বহুলা গ্রামবাসী এবং হামলাকারীদের পক্ষে শায়েস্তানগরের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এদিকে রাঙামাটি প্রতিনিধি জানান, জেলার নানিয়ারচরে ফুটবল খেলাকে কেন্দ্র করে পাহাড়ি-বাঙালি সংঘর্ষে ১৭ জন আহত হয়েছেন। আহতরা সবাই বাঙালি বলে জানা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল বাড়ানো হয়েছে।

সর্বশেষ খবর