শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০১৪ ০০:০০ টা

কুমিল্লায় ব্যবসায়ীকে গলা কেটে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা

নববধূ শিশুসহ বিভিন্ন স্থানে ১১ খুন

কুমিল্লায় ব্যবসায়ীকে গলা কেটে ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বাগেরহাটে নববধূকে হত্যা করে পালিয়েছে স্বামী। এ ছাড়া নয় জেলায় খুন হয়েছেন নয়জন। কুমিল্লা : দেবিদ্বারে স্টুডিওর মালিক নারায়ণ চন্দ্র পালকে বুধবার রাতে গলা কেটে ও শরীরে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল পুলিশ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল মর্গে পাঠিয়েছে। বাগেরহাট : মোরেলগঞ্জে শ্বাসরোধে নববধূ তমালিকাকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মানিক কাজীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে মানিক পলাতক। খুলনা : রূপসার রহিমনগরে বুধবার রাতে মাছ ব্যবসায়ী আবদুল জলিলকে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। চট্টগ্রাম : মহানগরীর হালিশহরে গৃহবধূ জ্যোৎস্না বেগম গতকাল শ্বশুরবাড়িতে খুন হয়েছেন। নওগাঁ : শহরের আনন্দনগরে রেহেনা পারভীন নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মাদারীপুর : সদর উপজেলার নয়ারচরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাতে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে চালককে গলা কেটে হত্যা করে মোটরসাইকেল নিয়ে গেছে ছিনতাইকারীরা। ঝালকাঠি : কাঁঠালিয়ায় স্কুলছাত্র সজিবকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ খালে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে সেরিনা বেগম নামে এক মহিলা, ব্রাহ্মণবাড়িয়ায় আবাসিক হোটেলে ব্যবসায়ী পীযূষ ও চুয়াডাঙ্গায় কুটি খাতুন নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সর্বশেষ খবর