শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০১৪ ০০:০০ টা

মানুষ উন্নয়ন চায় -মির্জা আজম

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশের মানুষের অর্থনৈতিক সামর্থ্য বেড়েছে। শ্রমমূল্য বেড়েছে। মানুষ এখন ধ্বংস, জ্বালাও-পোড়াও নয়, উন্নয়ন চায়। জামালপুরে দি ফারমার্স ব্যাংকের ১৯তম শাখা উদ্বোধনকালে গতকাল তিনি এ কথা বলেন। ব্যাংকের জামালপুর শাখা ব্যবস্থাপক আবদুল মান্নানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে দি ফারমার্স ব্যাংকের চেয়ারম্যান, ড. মহীউদ্দীন খান আলমগীরও বক্তব্য দেন। এদিকে প্রতিমন্ত্রী গতকাল দুপুরে মাদারগঞ্জে বন্যায় ভেঙে যাওয়া যমুনা নদীর বাঁধ পরিদর্শন করেছেন।  এ সময় মন্ত্রী ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত ও স্রোতে ভেসে যাওয়া নয়টি বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে তাদের আর্থিক অনুদানের প্রতিশ্র“তি দেন। পরে তিনি বালিজুড়ি ইউনিয়নও পৌর এলাকার বন্যাকবলিত এলাকা ঘুরে দেখেন। এর আগে প্রতিমন্ত্রী উপজেলার ঘুঘুমারী গ্রামের একটি মসজিদের ভিত্তি স্থাপন করেন।

 

সর্বশেষ খবর