শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০১৪ ০০:০০ টা

কর্মস্থলে অনুপস্থিত ২২ ডাক্তারকে নোটিস

মানিকগঞ্জের শিবালয় ও ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার  অনুপস্থিত থাকার কারণে সিভিল সার্জন তাদের কারণ দর্শানোর নোটিস দিয়েছেন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গতকাল শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. শর্বরী দে, ডা. মো. শাহ আলমগীর, ডা. শেখ জেরিন জাকারিয়া, ডা. প্রিয়াংকা বিশ্বাস, ডা. বিকাশ চন্দ্র মণ্ডল, ডা. রাতুল সরকার, ডা. সোহেল রহমান, ডা. সাবেকুন্নাহার, ডা. কানিজ ফাতেমা হুমায়রা, ডা. নাহরিন রহমান, ডা. আশরাফুল আলম এবং ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ওসমান, ডা. ফরিদ খান, ডা. জয়ন্তি বাছার, ডা. আরিফুর রহমান, ডা. সাফিয়া আরেফিন, ডা. জোহানা আক্তার, ডা. রফিকুন নাহার, ডা. সঞ্চিতা দস্তিকা, ডা. রকিব হাসান, ডা. নিলুফার বানু, ডা. ফারহানা রহমানকে কর্মস্থলে অনুপস্থিত থাকার জন্য কারণ দর্শানোর নোটিস প্রদান করা হয়।
 

সর্বশেষ খবর