শুক্রবার, ৩ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

বেনাপোলে ভারতীয় পণ্য আটক

বেনাপোলে ভারতীয় পণ্য আটক

যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি, থিপিস, তৈরি পোশাক, জিরা, প্রসাধনী সামগ্রী, ইমিটেশন সামগ্রী, চকলেট, মদ, গাঁজা, বিয়ার ও ফেনসিডিল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মোহাম্মদ লিয়াকত আলী জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে বেনাপোল, ধান্যখোলা ও আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা চোরাচালানবিরোধী অভিযান চালান।

তিনি জানান, সীমান্ত সংলগ্ন আইসিপি চেকপোস্ট, গাতিপাড়া, নাভারণ, বেনাপোল ক্যাম্পের সামনে, বেনাপোল রেলস্টেশন, ঘিবা, বড়আঁচড়া ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ৭১ পিস ভারতীয় শাড়ি, ছয় পিস থ্রিপিস, ৪৪০ পিস তৈরি পোশাক, ৯০ কেজি জিরা, ১০১২ পিস প্রসাধনী সামগ্রী, ১৪৭ পিস ইমিটেশন সামগ্রী, ২৫০ প্যাকেট চকলেট, সাত বোতল মদ, দুই কেজি গাঁজা, ২৪ বোতল বিয়ার ও ১৬৬ বোতল ফেনসিডিল আটক করা হয়। আটক মালামালের আনুমানিক মূল্য ৩৪ লাখ ৩১ হাজারা ৩০০ টাকা।

বিডি-প্রতিদিন/৩ অক্টোবর, ২০১৪/জান্নাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর