শুক্রবার, ৩ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা
গভীর রাতে ভিজিএফ’র চাল পাচার

বাগেরহাটে ইউপি চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

বাগেরহাটে ইউপি চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

বাগেরহাটের মোরেলগঞ্জে ভিজিএফ’র চাল পাচার ঘটনায় ইউনিয়ন চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ সচিব মো. আসাদুজ্জামান বাদী হয়ে বৃহস্পতিবার মধ্যরাতে মামলাটি দায়ের করেন।
মামলার আসামীরা হচ্ছেন, রামচন্দুপুর ইউনিয়ন চেয়ারম্যান বিএনপি নেতা মো. আতাউর রহমান, ৭নং ওয়ার্ড মেম্বার আসলাম হোসেন সেন্টু, ৩নং ওয়ার্ড মেম্বর মো. ইমাম হাসান, কামলা গ্রামের মৃত আসমত আলী শিকদারের ছেলে ওবায়দুল শিকদার, ইউনিয়ন চৌকিদার মো. রুহুল আমীন, চৌকিদার সঞ্জয় কুমার মাঝি ও চৌকিদার ইলয়াছ হোসেন।

এদের মধ্যে ওবায়দুল শিকদার, চৌকিদার রুহুল আমীন ও চৌকিদার ইলয়াছ হোসেন গ্রেফতার হয়েছে এবং অপর আসামীরা পলাতক রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার রাত ৩টার দিকে রামচন্দুপৃর ইউনিয়ন পরিষদের গুদাম থেকে সেন্টু মেম্বারের নেতৃত্বে ঈদুল আয্হার বিশেষ ভিজিএফ’র চাল পাচারকালে স্থানীয় লোকজন ঘটনা দেখে ফেলে এবং দু’জনকে হাতেনাতে আটক করে। এ সময় প্রভাবশালী ইউপি সদস্য সেন্টু পালিয়ে যায়।

ডি-প্রতিদিন/০৩ অক্টোবর ২০১৪/আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর