শুক্রবার, ৩ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

রাজনগরে মসজিদে তর্কের জেরে গুলি, আহত ৪

রাজনগরে মসজিদে তর্কের জেরে গুলি, আহত ৪

রাজনগর উপজেলায় মন্ত্রী লতিফ সিদ্দিকির বক্তব্যের প্রতিবাদে মিছিল দেয়ার কথা নিয়ে তর্কবিতর্কের জেরে বন্দুকের গুলিতে ২জন গুলিবিদ্ধসহ ৪ জন আহত হয়েছেন।

উপজেলা সদর ইউপির ঘড়গাও গ্রামের মসজিদে জুমুআর নামাজে তর্কবিতর্কের পর মসজিদের সম্মুখেই এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হয়েছেন বদর মিয়ার ছেলে জাবেদ আহমদ ও রহিম ডাক্তারের ছেলে শিপন মিয়া। এছাড়া সুসেল মিয়া ও আসিক মিয়া নামে ২ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শিরা জানান, ক্বারী মো শামছুল হক জুমুআার নামাজের পর মুসল্লীদের সন্ত্রী লতিফ সিদ্দিকির বিরুদ্ধে মিছিল করার আহবান জানান। এ কথা নিয়ে মুসল্লী ডাঃ রহিম উদ্দিনের সাথে তর্কবিতর্ক হয়। এতে উত্তেজিত হয়ে নামাজের পর উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংগঠিত হলে ক্বারী শাসছুল হকের ভাতিজা বাচ্চু মিয়ার গুলিতে রহিম উদ্দিনের পক্ষের ২জন গুলিবদ্ধি ও দেশীয় অস্ত্রের আঘাতে ২জন আহত হন।

আহতরা মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে রাজনগর থানাপুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো নাজিম উদ্দিন ঘটনাস্থলে থাকলেও ফোন রিসিভ করেননি। সাবেক ইউপি সদস্য গেদু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বিডি-প্রতিদিন/ ০৩ অক্টোবর, ১৪/ সালাহ উদ্দীন
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর