শনিবার, ১ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

ময়মনসিংহে সাংবাদিকের ওপর ডিবি পুলিশের নির্মম নির্যাতন

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ফুলবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তরফদারের ওপর নিষ্ঠুর নির্যাতন চালিয়েছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। বুধবার রাতভর ডিবি পুলিশের কাস্টডিতে এ নির্যাতন চলে। নির্যাতনের নেতৃত্ব দেন ডিবির উপ-পরিদর্শক (এসআই) আবদুস সালাম। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে পুলিশ পাঁচদিনের রিমান্ড আবেদন করে। আদালত ৬ নভেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করেন। জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি পৌর সদরের হাসপাতাল রোড সংলগ্ন বাড়ি ফেরার পথে অপহৃত হয় স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র শাহরিয়ার হোসেন বিপ্লব। অপহরণের পর তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। এর ৩ দিন পর শিশুটির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। শিশুটির বাবা সোহেল মিয়া ফুলবাড়িয়া থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় সাংবাদিক সাইফুল ছিলেন সাক্ষী। পরে ওই মামলায় হত্যার সঙ্গে জড়িতরা পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতের কাছে জবানবন্দি দেয়। ওই জবানবন্দিতে সাইফুল ইসলামের নাম আসেনি। কিন্তু সাইফুলের পরিবারের সঙ্গে মামলার বাদী সোহেল মিয়ার জমি নিয়ে বিরোধ থাকায় খুনের ঘটনার প্রায় ৬ মাস পর একই ঘটনায় তিনি আদালতে আরেকটি হত্যা মামলা দায়ের করেন। এতে প্রধান আসামি করা হয় সাংবাদিক সাইফুল ইসলাম তরফদারকে, এমন তথ্য জানান মামলার আইনজীবী গোলাম ফারুক। ময়মনসিংহ ডিবির এসআই আবদুস সালাম বলেন, 'আপনারা কত বড় সাংবাদিক, আমার বিরুদ্ধে নিউজ লেখেন। আমি দেখব।' রিমান্ডে আনার আগেই একজন সাংবাদিককে চোখ বেঁধে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতনের ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর