বুধবার, ১৯ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

‘১ জানুয়ারি পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ রয়েছে’

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী জেলার চান্দিনায় বলছেন, সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কাজ শেষ হলেও ২০১৫ সালের ১ জানুয়ারি পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ রয়েছে। ইসি বলেন, যারা কোনো কারণে ভোটার হতে পারেনি, তারা জেলা ও উপজেলা নির্বাচন অফিসারের কাছে ভোটার তালিকা রিভাইজিং করার আপত্তি জানিয়ে ভোটার হতে পারবেন। সেই আপত্তির সঙ্গে সংশ্লিষ্ট সব কাগজপত্র এবং যে কারণে হাল নাগাদ তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি সেই কারণ ব্যাখ্যা করে ইউপি চেয়ারম্যান বা পৌরমেয়রের প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
এছাড়া ভোটার তালিকা হালনাগাদ সময়ে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়নি কিন্তু আগামী ১ জানুয়ারি ২০১৫ সালের মধ্যে ১৮ বছর পূর্ণ হবে তারাও একইভাবে আপত্তি আবেদন করতে পারবেন।
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর