বুধবার, ১৯ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

যুবলীগ-ছাত্রলীগ সংঘর্ষ পুলিশসহ আহত ১০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রের পাশে ৩৩৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট প্রজেক্টের ঠিকাদারি কাজকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ উভয় গ্রুপের নেতা-কর্মীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। জানা গেছে, ৩৩৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট প্রজেক্টের ঠিকাদারি কাজ করে আসছিলেন নারায়ণগঞ্জের আলোচিত সাত হত্যাকাণ্ডে নিহত নজরুল ইসলামের ভায়রা হুমায়ুন ও শ্যালক জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শফিক। অন্যদিকে ওই কাজ পেতে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের শেল্টারে থাকা যুবলীগ নেতা হিমেল তার লোকজন নিয়ে গতকাল দুপুরে প্লান্টের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। একপর্যায়ে হিমেল গ্রুপের লোকজন ছাত্রলীগ নেতা শফিকের সমর্থকদের ওপর হামলা চালায়। ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম জানান, ‘আমি ও আমার ভগ্নিপতি হুমায়ুন ওই প্লান্টে ঠিকাদারি কাজ পেয়েছি। আমরা ঠিকাদারি কাজ করার সময় হিমেল গ্রুপ আমাদের কাছে চাঁদা দাবি করে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর