বুধবার, ১৯ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

লালমনিরহাটে ধর্ষণের মামলায় ৩ জনের যাবজ্জীবন

লালমনিরহাটে ধর্ষণের মামলায় ৩ জনের যাবজ্জীবন

কিশোরীকে গণধর্ষণ মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আজ বুধবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. সিদ্দিকুর আরেফিন চৌধুরী এ রায় প্রদান করেন।

যাবজ্জীবন পাওয়া আসামিরা হলেন- লালমনিরহাট সদর উপজেলার বড় বাসুরিয়া গ্রামের মনসুর আলী (৩০), আসাদুল হক (৩২) ও শাহাজাহান (২৮)।

আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে বড় বাসুরিয়া গ্রামের কিশোরী (১৪) তার জ্যাঠাতো ভাইয়ের বাড়িতে যাওয়ার সময় তাকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়। পরে পাশেই বড় বাসুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী তামাক ক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে আসামি মনসুর আলী, আসাদুল হক ও শাহাজাহান। 

এ ঘটনায় ওই কিশোরীর মা পরদিন ২৬ ফেব্রুয়ারি লালমনিরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলাটি দীর্ঘ শুনানি শেষে ওই তিন আসামির উপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত।

বিডি-প্রতিদিন/১৯ নভেম্বর, ২০১৪/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর