বুধবার, ৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

যুবলীগ কর্মী হত্যায় মামলা যুবদল নেতাসহ আসামি ৪৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে যুবলীগ কর্মী আমজাদ হোসেন নিহতের ঘটনায় মামলা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও আড়াইহাজার বিএনপির সম্পাদক হাবিবুর রহমান হাবুসহ ৪৮ জনের বিরুদ্ধে সোমবার রাতে মামলাটি করেন আমজাদের স্ত্রী বিলকিস। মামলায় ৩৩ জনের নাম উল্লেখ ও ১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এদিকে সংঘর্ষের ঘটনায় আটক আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবুকে গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড চেয়ে গতকাল আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা আড়াইহাজার থানার ওসি জানান, অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

উল্লেখ্য, গত রবিবার আওয়ামী লীগ ও বিএনপি সংঘর্ষে গুরুতর আহত হন আমজাদ। ঢাকা মেডিকেলে নেওয়ার পথে মারা যান তিনি। পরদিন এ ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ১০ জনকে আটক করে পুলিশ।

 

 

 

সর্বশেষ খবর