বুধবার, ৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

ঠাকুরগাঁও বরগুনা মুক্ত দিবস আজ

আজ ঠাকুরগাঁও ও বরগুনা হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এইদিনে মুক্তিকামী জনগণের দুর্বার প্রতিরোধে আত্দসমর্পণ করতে বাধ্য হয় পাকবাহিনী ও তাদের সহযোগীরা। দিবসটি উপলক্ষে ঠাকুরগাঁও শহর সেজেছে বর্ণিল সাজে। সকালে জেলা প্রশাসক চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে। এছাড়াও বিকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অন্যদিকে বরগুনার শিশু-কিশোর সংগঠন সাগরপাড়ি খেলাঘর আসর প্রতি বছর ন্যায় এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করবে। এ উপলক্ষে সকালে শহরে র‌্যালি, মুক্তিযোদ্ধা গণকবরে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

 

 

সর্বশেষ খবর