বুধবার, ৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

টাকা না পেয়ে ডাকাতি মামলা

দাবিকৃত টাকা না পেয়ে দুই ব্যবসায়ীকে আটকের তিন দিন পর ডাকাতি মামলায় আদালতে পাঠানো হয়েছে। এমন অভিযোগ উঠেছে বাগেরহাটের ফকিরহাট থানার ওসি শেখ শমশের আলী ও এসআই লুৎফর রহমানের বিরুদ্ধে। আটকরা হলেন- মাছ ব্যবসায়ী শাহাদাত হোসেন ও তার ভাই ফারুক হোসেন। ওসি অভিযোগ অস্বীকার করে জানান, ২৫ নভেম্বর লখপুরে ডাকাতির ঘটনা ঘটে। ওই ডাকাতি মামলায় তাদের আটক করা হয়েছে।
ব্যবসায়ী শাহাদাতের স্ত্রী ফাহিমা জানান, ২৯ নভেম্বর ফকিরহাটের খাজুরায় তার ভাড়া বাড়িতে ঢুকে আসবাবপত্র ও মালামাল তছনছ করে পুলিশ। আটক করা হয় শাহাদাত হোসেন ও ফারুক হোসেনকে। নিয়ে যায় তাদের ব্যবহৃত মোটরসাইকেলসহ প্রয়োজনীয় কাগজপত্র। সন্ধ্যায় তাদের খাবার দিতে থানায় গেলে তার কানের দুল খুলে নেয় পুলিশ। এ সময় ওসি ও এসআই জানান, তাদের ছাড়িয়ে নিতে ৫০ হাজার টাকা লাগবে। এভাবে তিন দিন চলে দেন-দরবার। সবশেষ গতকাল ফকিরহাট থানায় করা একটি ডাকাতি মামলায় তাদের সন্দেহভাজন আসামি হিসাবে আদালতে পাঠানো হয়। ওই মামলায় এজাহারভুক্ত আসামির মধ্যে তাদের নাম নেই বলে জানা গেছে।
 

সর্বশেষ খবর