রবিবার, ১৪ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা
বাড়িতেও হামলা ভাঙচুর

সাতক্ষীরায় ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সদস্যদের সঙ্গে বহিষ্কৃত গ্রুপের ব্যাপক সংঘর্ষ হয়েছে। গতকালের এ সংঘর্ষে আহত হয়েছেন ১০ নেতা-কর্মী। পরে শহরের ইটাগাছায় সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতির বাড়িতে হামলা করছেন ছাত্রলীগ সদস্যরা। এ সময় স্থানীয়রা তাদের গণপিটুনি দিয়ে মোটরসাইকেল ভাঙচুর করে তাড়িয়ে দেন। এ নিয়ে শহরে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানায়, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের ভেঙে দেওয়া কমিটি পুনর্বহাল দাবিতে জেলা ছাত্রলীগ থেকে বহিষ্কৃত কিছু নেতা-কর্মী ও অছাত্র কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য জিএম ওয়াহিদ পারভেজের নেতৃত্বে সংগঠিত হন। তারা ছাত্রলীগের বর্তমান জেলা কমিটির বিপক্ষে অবস্থান নিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করছিলেন। গতকাল সকালে পারভেজ গ্রুপ কলেজে মিছিল করলে জেলা ছাত্রলীগের সভাপতি তানভির হোসাইন সুজনের নেতৃত্বে অনুমোদিত কমিটির সদস্যরা বাধা দেন। এ সময় দুই গ্রুপের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর পরপরই শহরের মুনজিতপুরে আরেক দফা মারামারি হয়। এসব ঘটনায় আহত হন কমপক্ষে আটজন। দুপুরে সুজন গ্রুপের সদস্যরা সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুজ্জামান নিলুর শহরের ইটাগাছায় বাড়িতে হামলা করে। তারা ঘরের গ্রিল ভেঙে ভিতরে ঢুকে জিনিসপত্র ভাঙচুর ও লুটপাট চালায়। নিলুকে বাড়িতে না পেয়ে তার ভাই সৈনিক লীগ নেতা ফেরদৌস জামান প্রিন্স ও তার মাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। জেলা ছাত্রলীগের সভাপতি তানভির হোসাইন সুজন জানান, কেন্দ্রীয় কমিটির সদস্য পারভেজ বহিষ্কৃত ছাত্রলীগ কর্মী এবং হত্যা মামলার আসামিসহ কয়েকজনকে নিয়ে আগের কলেজ কমিটি বহালের দাবিতে ছাত্রলীগ কর্মী ও সাধারণ ছাত্রদের মারধর করে আসছিলেন। এই হামলা প্রতিহত করতে গেলে সংঘর্ষ বাধে। ইটাগাছায় কারও বাড়িতে হামলার অভিযোগ সঠিক নয়।

চাঁদপুরে ছাত্রদলের সংঘর্ষ : চাঁদপুর প্রতিনিধি জানান, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদগঞ্জে মিছিল করাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন উভয়গ্রুপের ৪/৫ কর্মী। পুলিশ পরিস্থিতি মোকাবেলায় দুপক্ষকে ধাওয়া দেয়। আটক করা হয়েছে যুবদল কর্মী রাশেদকে। উল্লেখ্য, গত ৪ নভেম্বর উপজেলা কর্মী সমাবেশের পর ছাত্রদলের নেতৃত্ব নিয়ে মতিন ও ফজলু গ্রুপের মধ্যে কোন্দল প্রকাশ্য রূপ নেয়।

সর্বশেষ খবর