রবিবার, ১৪ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

বাউল শিল্পীকে হয়রানির অভিযোগ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার এক এসআইয়ের বিরুদ্ধে বাউল শিল্পী নিয়াজ দেওয়ানকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। নিয়াজ বাংলাদেশ বাউল শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। এ ঘটনায় স্থানীয় শিল্পীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ওসি বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন। নিয়াজের অভিযোগ, গত ১৬ নভেম্বর রাতে কদমতলী মডেল টাউনের বাসা থেকে তাকে ধরে নিয়ে যান এক এসআই। তাকে হাজতে না রেখে একটি কক্ষে দুদিন বন্দী করে রাখা হয়। ভয়ভীতি দেখিয়ে দাবি করা হয় এক লাখ টাকা। পরে ওই এসআইকে ৬০ হাজার টাকা দিয়ে ছাড়া পান তিনি। নিয়াজ বলেন, ‘এরপর থেকে ওই এসআই আমার মোবাইলে ফোন দিয়ে টাকা দাবি করছেন। না দিলে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি জামাল উদ্দিন বলেন, তার থানায় এমন ঘটনা ঘটেনি। অভিযুক্ত এসআইয়ের দাবি, ‘গোপালগঞ্জের কিছু লোক নিয়াজ ও তার প্রবাসী ভাগ্নে মুহিনসহ কয়েকজনের বিরুদ্ধে ৫৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। ওই কাগজ পাওয়ার পর তাকে থানায় আনা হয়েছিলো সমাঝোতার জন্য। টাকা নেওয়ার অভিযোগ ভিত্তিহীন।’
 

সর্বশেষ খবর