রবিবার, ১৪ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

কলাপাড়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সমন জারি

কলাপাড়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সমন জারি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধূলাসার ইউপি চেয়ারম্যান কে এম খালেকুজ্জামানের বিরুদ্ধে ছয় লক্ষ টাকার চেক প্রতারণার অভিযোগে সমন জারি করেছে আদালত।

আজ রবিবার কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জ্যেষ্ঠ বিচারক স্বপন কুমার দাস এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান কেএম খালেকুজ্জামান জমি সংক্রান্ত বিষয়ে একই ইউনিযনের মো. সাইফুলকে তার শাহজালাল ইসলামী ব্যাংকের হিসাবের বিপরীতে ছয় লক্ষ টাকার একটি চেক প্রদান করেন। অত:পর সাইফুল শাহজালাল ইসলামী ব্যাংকে উক্ত চেকটি নগদায়নের জন্য জমা দিলে ব্যাংক কর্তৃপক্ষ স্বাক্ষরে অমিল এবং পর্যাপ্ত তহবিল না থাকায় তার চেকটি ফেরৎ প্রদান করেন। এঘটনায় সাইফুল আজ রবিবার কলাপাড়া ম্যাজিস্ট্রেট আদালতে চেয়ারম্যানের বিরুদ্ধে চেক প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান কে এম খালেকুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনার সত্যতা স্বীকার করেন বলেন, স্থানীয়ভাবে এক সালিশে মীমাংসার জন্য এ চেক প্রদান করা হয়েছিল। ওই চেকের টাকা তাকে ফেরত দেয়া হয়েছে।

বিডি-প্রতিদিন/১৪ ডিসেম্বর ২০১৪/মাহবুব

সর্বশেষ খবর