রবিবার, ১৪ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

এমপি বদির দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা

এমপি বদির দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা

আবদুর রহমান বদি

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার অভিযোগে কক্সবাজার-৪ আসনের  সংসদ সদস্য আবদুর রহমান বদির দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। আজ রবিবার রাত ৭টার দিকে এ মামলাটি করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইয়াবা ব্যবসায়ীর তালিকায় নাম থাকায় আজ রবিবার ভোরে পুলিশ বদির দুই ভাইকে ধরতে তাদের বাড়িতে অভিযান চালায়। এ সময় বদির ভাই শফিকের বাড়ি থেকে মায়ানমারের নাগরিক শামসুল আলমকে আটক করলেও তার দুই ভাইকে আটক করতে পারেনি।

আটক শামসুল আলম মিয়ানমারের বুচিদং গ্রামের অধিবাসী।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর বাদী হয়ে বৈদেশিক নাগরিক আইনে এবং সংসদ সদস্য বদির দুই ভাই শফিক ও ফয়সালকে রোহিঙ্গাদের আশ্রয় প্রশয় দেওয়ার অভিযোগে একটি মামলা দায়ের করেছে।

বিডি-প্রতিদিন/১৪ ডিসেম্বর ২০১৪/মাহবুব

সর্বশেষ খবর