মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫ ০০:০০ টা

এ কেমন প্রতিশোধ!

এ কেমন প্রতিশোধ!

সিরাজগঞ্জে এক ছাত্রকে কুপিয়ে জখম করেছে তারই এক সময়কার সহপাঠী। কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে ষ্টেশনে প্রকাশ্য দিবালোকে রিপন (২১) নামের ওই ছাত্রের ওপর হামলা চালায় আব্দুল হাই। ঘটনার পর স্থানীয় জনতা আব্দুল হাইকে পুলিশের কাছে সোপর্দ করে। ঢাকা ডেফোডিল ইউনিভার্সিটির টেক্সাইটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় সেমিষ্টারের ছাত্র রিপন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, ফুটবল খেলা নিয়ে প্রায় এক বছর আগে রিপন ও আব্দুল হাইয়ের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। ওইসময় মারপিটে  হাইয়ের পিঠে জখম হয়। স্থানীয়ভাবে ৫০ হাজার টাকা জরিমানার বিনিমিয়ে বিষয়টি মীমাংসাও হয়ে যায়। সম্প্রতি আব্দুল হাই সেনাবাহিনীতে চাকুরীর জন্য নির্বাচিত হয়। কিন্তু  পিঠে জখমের কারণে মেডিকেল বোর্ড তাকে ফিরিয়ে দেয়। এজন্য তার মনে জ্বলে ওঠে প্রতিশোধের আগুন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা যাওয়ার জন্য রিপন টিকিট কাটতে স্টেশনে যায়। এসময় হাই চাপাতি দিয়ে তার পিঠে এলোপাতারিভাবে কুপিয়ে গুরতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগের স্টাফ সাইদুল ইসলাম জানান, ধারালো অস্ত্রের আঘাতে রিপনের পিঠে গভীর ক্ষত হয়েছে। এ ছাড়া বাম হাতের অনেকাংশ কেটে গেছে।

বিডি-প্রতিদিন/ ০৩ মার্চ, ২০১৫/ রোকেয়া।
 

সর্বশেষ খবর