মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫ ০০:০০ টা

\\\'সন্ত্রাসীদের সঙ্গে সংলাপের অর্থ সন্ত্রাসবাদের কাছে মাথা নত করা\\\'

\\\'সন্ত্রাসীদের সঙ্গে সংলাপের অর্থ সন্ত্রাসবাদের কাছে মাথা নত করা\\\'

ফাইল ছবি

‘বর্তমান পরিস্থিতিতে আমাদের কিন্তু  নিরব দর্শক হয়ে থাকার দিন শেষ হয়ে গেছে। অন্যের ঘরে আগুন লাগলে আমরা যদি শুধু তাকিয়ে থেকে অগ্নি নির্বাপনের ব্যবস্থা না করি তাহলে কিন্তু আমরাও রেহাই পাব না। অন্যের ঘর থেকে আমার ঘর পর্যন্ত পৌছতে বিন্দুমাত্র সময় লাগবে না। তাই আজ যদি আমি এগিয়ে না যায় তাহলে কাল যখন আমার ঘরে আগুন লাগবে তখন কিন্তু কেউ এগিয়ে আসবে না। তাই সমস্যা আমাদের সমাধানও আমাদেরই করতে হবে। সকলে ঐক্যবদ্ধভাবে নাশকতাকারীদের প্রতিহত করতে হবে।’ কথাগুলো বলেছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। আজ দুপুরে মাগুরা আছাদুজ্জামান মিলনায়তনে জাতীয় মানবাধিকার কমিশন ও স্বেচ্ছাসেবী সংস্থা পার্টনার্স ইন ডেভেলপমেন্ট [পিআইডি]’র যৌথভাবে আয়োজিত ‘সহিংসতা ও মানবাধিকার’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন।

ড. মিজানুর রহমান বলেন, ‘সন্ত্রাস, সহিংসতা, জঙ্গিবাদ নির্মূল তথা নাগরিকদের নিরাপত্তার জন্য প্রয়োজন হলে সরকারকে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে। কেননা সন্ত্রাস-সহিংসতা চালিয়ে শিক্ষার্থী, শ্রমিক, শিশু ও মহিলা, দিনমজুরসহ খেটে খাওয়া মানুষের স্বাভাবিকভাবে চলার অধিকার কেড়ে নেয়ার অধিকার কারো নেই। আন্দোলনের নামে যেসব ঘটনা ঘটছে তা সম্পূর্ণভাবে সন্ত্রাসবাদ। যারা অগ্নিদগ্ধ করে মানুষ হত্যা করছে সেইসব সন্ত্রাসীদের সঙ্গে কোনো সংলাপ করার অর্থ হচ্ছে সন্ত্রাসবাদের কাছে মাথা নত করা।’

সেমিনারে পিআইডির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে মূল প্রবন্ধ পাট করেন প্রফেসর আবু জায়েদ মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কালা চাঁদ সিংহ, আনসার জেলা কমান্ডার কামর’জ্জামান, মহিদুল ইসলাম প্রমুখ।

এর আগে ড. রহমান মাগুরা সদর হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের বলেন, সহিংস চাঞ্চল্যকর হত্যার ঘটনায় দেশে মুক্ত চিন্তার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। লেখক ও ব্লগার অভিজিত রায়ের হত্যার দ্র’ত বিচার ছাড়াও সরকারের উচিত এ ধরনের হত্যাকাণ্ড বন্ধে আরো কঠোর পদক্ষেপ নেয়া।’

বিডি-প্রতিদিন/ ৩ মার্চ ২০১৫/শরীফ

সর্বশেষ খবর