মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫ ০০:০০ টা

টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

টাঙ্গাইলে স্ত্রী সোহাগী বেগমকে হত্যার দায়ে স্বামী বেলাল হোসেনকে ফাঁসি দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক শরিফ উদ্দিন আহমেদ।

আজ বিকেলে তিনি এই রায় ঘোষণা করেন। মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ায় দুই জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। এরা হলেন বেলালের পিতা নুরেল হোসেন ও তার মাতা বিমলা বেগম।

মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার দনিয়া খোলা গ্রামে ১৯৯৮ সালের ১৭ মে মোঃ বেলাল হোসেন তার স্ত্রী সোহাগী বেগমকে (২২) যৌতুকের দাবীতে নির্যাতন করে হত্যা করে বাড়ির পাশে একটি ধান ক্ষেতে লাশটি পুতে রাখে। ঘটনার ২০দিন পর নিহতের কাপড় ও হাতের বালা দেখে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে টাঙ্গাইল মডেল থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সেখান থেকে নিহতের হাড়গোর উদ্ধার করে। পরে নিহতের বাবা মোঃ সয়ান আলী বাদি হয়ে স্বামী বেলাল হোসেন ও তার পিতা নুরেল আলম ও মাতা বিমলা বেগমকে আসামী করে মামলা দায়ের করে।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি এ কে এম নাছিমুল আক্তার (নাছিম) ও আসামী পক্ষে ছিলেন, এডভোকেট কৃষ্ণ চন্দ্র মদক।

বিডি-প্রতিদিন/ ০৩ মার্চ ১৫/ সালাহ উদ্দীন  

সর্বশেষ খবর