মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫ ০০:০০ টা

বগুড়ায় ভিপি সাইফুলের বাসা তল্লাশি, সদরের চেয়ারম্যানসহ গ্রেফতার ২১

বগুড়ায় ভিপি সাইফুলের বাসা তল্লাশি, সদরের চেয়ারম্যানসহ গ্রেফতার ২১

যৌথ বাহিনী আজ মঙ্গলবার বিকেলে বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম ও সহসভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনার বাসা তল্লাশি শেষে চেয়ারম্যান হেনাকে গ্রেফতার করেছে।  

এ ছাড়া জেলায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বাসা তল্লাশি করে আরো ২০জনকে গ্রেফতার করেছে।

বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের শহরের সূত্রাপুরস্থ রিয়াজ কাজি লেনের বাসায় বিকেল সাড়ে ৪টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিরুজ্জামানের নেতৃত্বে এএসপি নাজির আহমেদ সহ  বিজিবি, পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালান। এসময় ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে কয়েকজন কর্মকর্তা বাসায় প্রবেশ করে বিভিন্ন কক্ষ তল্লাশি করেন। তারা ভিপি সাইফুলকে না পেয়ে ফিরে যান। এর আগেও পুলিশ ভিপি সাইফুলের বাসা তল্লাশি করেছে।

এরপর ওই বাসা থেকে ৫০গজ দক্ষিণে অবস্থিত সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর হেনার বাসা তল্লাশি করেন যৌথবাহিনীর সদস্যরা। এসময় তাকে গ্রেফতার করে থানায় নেয়া হয়েছে।
এদিকে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক রিমনসহ ২০জনকে নাশকতা মামলায় গ্রেফতার করা হয়েছে।

সদর থানার পরিদর্শক নূর এ আলম সিদ্দিকী জানিয়েছেন, হেনার বিরুদ্ধে গাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর সহ একাধিক মামলা রয়েছে।

বিডি-প্রতিদিন/ ০৩ মার্চ ১৫/ সালাহ উদ্দীন  


 

সর্বশেষ খবর