মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫ ০০:০০ টা

নির্বাহী কর্মকর্তাকে সহযোগিতা না করার সিদ্ধান্ত ইউপি চেয়ারম্যানদের

নির্বাহী কর্মকর্তাকে সহযোগিতা না করার সিদ্ধান্ত ইউপি চেয়ারম্যানদের

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কোন দাপ্তরিক কাজে সহযোগিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন শৈলকুপার সকল ইউপি চেয়ারম্যানগণ।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদে চেয়ারম্যানগণের দপ্তরে বসে এ সিদ্ধান্ত নেন উপজেলার ১৪ ইউপি চেয়ারম্যান।

গত সোমবার উপজেলার আনিপুর গ্রামে এক বাল্যবিয়ে ঠেকাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট শৈলকুপা উপজেলার (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম বিয়ের আসরে কনের দুই চাচাকে ১৫ দিনের দন্ডাদেশ দেন। কিন্তু এ আদেশের বিরোধীতা করে ক্ষমতাশীন দলের ইউপি চেয়ারম্যানগণসহ নেতাকর্মীরা। সেখানে বাকবিতন্ডা হয় ও ছবি তুলতে গিয়ে স্থানীয় এক সংবাদকর্মী মারপিটের শিকার হন।

এদিকে মঙ্গলবার সকল ইউপি চেয়ারম্যান লিখিত এক বিবৃতিতে বলেছেন, ঘটনার দিনে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আসেন এবং দন্ড পূন:বিবেচনার অনুরোধ করেন। তাছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলামের সাথে বাকবিতন্ডা বা তাকে লাঞ্চিত করার খবর অস্বীকার করা হয়েছে।

বিডি-প্রতিদিন/ ০৩ মার্চ ১৫/ সালাহ উদ্দীন  

সর্বশেষ খবর