রবিবার, ১৯ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

খাঁচায় ফেরেনি সেই বাঘ

পয়লা বৈশাখ মঙ্গলবার দর্শনার্থীর হাত ছিঁড়ে নেওয়া বাঘটি শনিবার পর্যন্ত খাঁচায় প্রবেশ করেনি। ঘটনার পর থেকে বাঘটি 'টাইগার রেস্টুরেন্টে'র আশপাশে অন্য একটি বাঘের সঙ্গে ঘোরাফেরা করছে। ফরেস্টার কৃষ্ণ কমল মজুমদার জানান এ তথ্য। এদিকে গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বাঘের থাবায় এক দর্শনার্থীর হাত ছিঁড়ে নেওয়ার ঘটনায় গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম শনিবার দুপুরে সাফারি পার্ক পরিদর্শন করেছেন। এ সময় তিনি টাইগার জোনের ঘটনাস্থল পরিদর্শন করেন। পার্কের কর্মকর্তারা জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করেন। পরে জেলা প্রশাসক পার্কের দর্শনার্থীদের নিরাপত্তার জন্য আরো সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে বঙ্গবন্ধু সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তা শিবু প্রশাদ ভট্টাচার্জ ও ফরেস্টার কৃষ্ণ কমল মজুমদার উপস্থিত ছিলেন। এ দিকে শুক্রবার বিভাগীয় বন কর্মকর্তা মো. শাহাবুদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি এসে ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত কাজ সম্পন্ন করেন। রবিবার (আজ) প্রধান বন সংরক্ষকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

সর্বশেষ খবর