শিরোনাম
সোমবার, ৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

রূপগঞ্জে স্কুল শিক্ষককে কুপিয়ে জখম

রূপগঞ্জে স্কুল শিক্ষককে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে স্থানীয় চাঁদাবাজরা ফরহাদ হোসেন নামে এক স্কুল শিক্ষককে কুপিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় চাঁদাবাজদের বিরুদ্ধে আজ সোমবার সকালে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

আল-আমিন মডেল একাডেমী স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহাম্মেদ জানান, বেশ কয়েক দিন ধরে স্থানীয় চাঁদাবাজ জামাল হোসেন, আহাম্মদ হোসেন, ফয়েজ আহাম্মেদ, মোহাম্মদ আলী, উজ্জলসহ তাদের লোকজন স্কুল শিক্ষকের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। গত শনিবার সকালে স্কুলের সহকারী শিক্ষক ফরহাদ হোসেনের পথ গতিরোধ করে চাঁদাবাজরা। এরপর তার কাছে ফের ওই দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এসময় শিক্ষক ফরহাদ হোসেন দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করেন। এক পর্যায়ে চাঁদাবাজরা ধারালো অস্ত্র দিয়ে ওই শিক্ষককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন আহত শিক্ষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ব্যপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, এ ঘটনায় আল-আমিন মডেল একাডেমী স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহাম্মেদ বাদী হয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করেছেন। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিডি-প্রতিদিন/ ০৬ জুলাই ১৫/ সালাহ উদ্দীন  


 

সর্বশেষ খবর