সোমবার, ৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

বীরগঞ্জে তুলার গোডাউনে অগ্নিকাণ্ড

বীরগঞ্জে তুলার গোডাউনে অগ্নিকাণ্ড

দিনাজপুরের বীরগঞ্জে তুলার গোডাউনে আগুন লেগে ৫ লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভূত হয়েছে।

আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বীরগঞ্জ পৌর শহরের আরিফ বাজার সংলগ্ন এলাকায় মোঃ আব্দুর রাজ্জাকের মিলের গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

বীরগঞ্জ থানার এসআই মোঃ জাহাঙ্গীর আলম জানান, গোডাউন মালিক মোঃ আব্দুর রাজ্জাকের নিকট হতে মোঃ শামীম নামে এক ব্যবসায়ী গোডাউনটি ভাড়া নিয়ে জুট কাপড় থেকে তুলা তৈরীর কারখানা স্থাপন করে। আজ হঠাৎ করে বিকেল সাড়ে ৪টায় তুলার গোডাউনের বিদ্যুৎ সংযোগ থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হয়। এতে মিটারের তারটি পুড়ে যাওয়ার পর আগুন লেগে পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।

সংবাদ পেয়ে বিকেল ৫টা ৪৫মিনিটে দিনাজপুর ফায়ার ষ্টেশনের একদল অগ্নিনির্বাপক দল আসলেও পানি সরবরাহের ব্যবস্থা না থাকায় ফিরে চলে যায়।

তুলা ব্যবসায়ী মোঃ শামীম জানান, অগ্নিকান্ডে তুলা তৈরী মেশিনসহ সমস্ত মালামাল পুড়ে গেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ৩ লক্ষ টাকা।

গোডাউন মালিক মোঃ আব্দুর রাজ্জাক জানান, গোডাউনের একটি অংশে নিজের ৩৫মন ধানসহ আনুমানিক ২লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।

বীরগঞ্জ থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকান্ডে মালামালে ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোন ঘটনা ঘটেনি।

বিডি-প্রতিদিন/ ০৬ জুলাই ১৫/ সালাহ উদ্দীন  
 

সর্বশেষ খবর